আপনি কি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন? Ad account নিয়ে সমস্যায় আছেন?

আপনি কি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছেন? Ad account নিয়ে সমস্যায় আছেন?

নিচের প্রশ্নগুলোর উত্তর খুজতেছেন?

তাহলে এই পোস্টটি আপনার জন্য 🙂

🔸ফেসবুক একাউন্ট 🚫Restricted হলে করনীয় কি?

🔸 একটি কম্পিউটার একটি ফেসবুক একাউন্ট Restricted/Permanently disable হওয়ার পরে করনীয় কি?

🔸কিভাবে নতুন ফেসবুক একাউন্ট খুলে কাজ করবো,❓

🔸যখন Identity confirm চাইবে❓তখন😐

যদিও একটু বেশি লেখা। যদি আপনি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চান। তাহলে সময় নিয়ে পোস্টটি পড়েন।।

📌ফেসবুক একাউন্ট 🚫Restricted হলে করনীয় কি? সাধারণ ফেসবুক একাউন্ট 🚫Restricted হয়

✅Identity confirm করার জন্য। এটি সবচেয়ে বেশি হচ্ছে ২০২২ সালে।আবার বেশি 🚫Ad rejected হলেও 🚫Account restricted করে দেয়।

Request review তে ক্লিক করে।

✅Identity confirm করার জন্য ফেসবুক আইডি ব্যাবহার কারী আইডি কার্ড বা পাসপোর্ট জমা দিতে হয়।

💡সাধারণ ২/৭ দিনের মধ্যে ফেসবুক তাদের রিভিউয়ের ফলাফল দিয়ে দেয়। এতে অনেকের একাউন্ট Permanently disable হয়। আবার অনেকের একাউন্ট ফিরে আসে।

📌 আপনার কম্পিউটারে একটি একাউন্ট পুরাপুরি Restricted/Permanently disable করে দিয়েছে। আপনি আর কোন এড চালু করতে পারছেন না? করনীয় কি?

🙂এরকম অবস্থায় আপনাকে অন্য আরেকটি পুরাতন ফেসবুক একাউন্টে বিজনেস একাউন্ট খুলে কাজ করতে হবে ।

💡 পুরাতন একাউন্টি হতে পারে। আপনার ভাইয়ের/ বোনের/মায়ের/স্ত্রীরের বা আপনার আগের কোন একাউন্ট।

💡তার ফেসবুক আইডির পাসওয়ার্ড সহ নিয়ে ব্যাবহার করতে হবে এবং তার আইডি কার্ড বা পাসপোর্ট নিয়ে রাখবেন। পরবর্তীতে Identity confirm করার জন্য।

💡 সব কিছু নতুন ভাবে করে। Business manager-Ads manager -Pixel এগুলো সব আবার নতুন ভাবে করতে হবে।

⚠️🚫ভুলেও একই Browser দ্বিতীয় পুরাতন ফেসবুক একাউন্টি ব্যাবহার করতে হলে Browser এর সিটিং থেকে Clear Data and Clear cookies ডিলেট করতে হবে। ফেসবুক আপনাকে Tracking করার আরেকটি মাধ্যম হলো এই Cookies । তাই এটি ডিলেট করে পুরাতন একাউন্ট চালু করতে হবে।

📌🤔যদি নতুন আরেকটি ফেসবুক একাউন্ট খুলতে চাই। তাহলে কি কি বিষয় 🚫খেয়াল রাখতে হবে ❓

🙂সব কিছুর একটি সাধারণ নিয়ম/ প্রক্রিয়া আছে।

😅 যদি কেউ আপনার বাসায় এসেই লাফালাফি শুরু করে দেয়। তাহলে আপনি কি করেন ❓

অবশ্যই তাকে আপনার রুম থেকে বের করে দেন। ঠিক তেমনি, আপনি যদি ফেসবুক একাউন্ট খুলে কোন পোস্ট বা কোন ফ্রেন্ড না বাড়িয়েই সাথে সাথে ফেসবুক পেইজ খুললেন এবং Business manager একাউন্ট ও খুলে Ad run করে দিলেন।

এখন এরকম লাফালাফি করার কারণে ফেসবুক আপনাকে কি করবে❓

সোজা বের করে দিবে এবং আপনার পরিচয় জানতে চাইবে। না দিতে পারলে ৩০ দিন পরে Account permanently disable করে দিবে।

📌এখন আপনার মনে প্রশ্ন এতো সমস্যা হলে তাহলে কিভাবে নতুন ফেসবুক একাউন্ট খুলে কাজ করবো,❓

🚫কোন লাফালাফি করা যাবে না।

🔰 ১ম দিন থেকে-৩য় দিনের মধ্যে ফেসবুক একাউন্ট ভালো ভাবে সাজাবেন।

✅১০০% তথ্য দিবেন।

✅ নিয়মিত পোস্ট করবেন।

✅ বন্ধ বাড়াবেন।

✅ কিছু গ্ৰুপে জয়েন হবেন।

✅ কিছু পেইজে লাইক দিবেন।

🔰৪-৬ দিনের মধ্যে ফেসবুক পেইজে খুলবেন।

✅ Facebook pages এ Cover and Logo দিবেন ।

✅ বিজনেস সম্পর্কিত সকল তথ্য দিবেন।

✅১০০% Facebook Page setup Complete করবেন।

✅ নিয়মিত পোস্ট করবেন। নিয়মিত না করতে পারলে Schedule পোস্ট করে দিবেন।

✅ কিছু invite দিয়ে লাইক আনবেন ।

🔰৭-১০ দিনের মধ্যে

✅ Facebook business manager

✅ Facebook ads account

✅ Facebook pixel setup

✅ Facebook Shop setup and product upload

✅ Facebook Catalog setup

😀১০ দিন পরে আপনি এড চালাবেন। এগুলো হলো সাধারণ প্রক্রিয়া। এভাবে করলে ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না কিন্তু আপনি যাখন এভাবে না করে লাফালাফি করে সব করতে যাবেন।তখন একাউন্ট 🚫Restricted হবে।

💡যদিও এটি একটি দীর্ঘ সময় প্রয়োজন। তারপরেও আপনাকে এভাবে করতে হবে।

💡একটি পেইজে ২ জন Admin এবং একটি Business manager এ ২ জন Admin রাখবেন। কেননা আপনার একাউন্টে সমস্যা হলে অন্য একাউন্ট থেকে কাজ করা যাবে।

ধন্যবাদ প্রিয় ভাই। ☺️

.

বি দ্রঃ এগুলো সবই আমার নিজের অভিজ্ঞতা থেকে করা তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন ধন্যবাদ।

– ©MdJihad

-Your Online Business 🧑‍⚕️Doctor.

🎯F-commerce and 🎯E-commerce Marketing Expert

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top