What types of ID does Facebook accept?

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন।

বেশ কয়েকদিন ধরেই ফেসবুক ম্যানেজার রেস্ট্রিক্টেড হওয়া বেড়েছে। অনেক একাউন্টই রেস্ট্রিক্টেড করে দিয়েছে। নতুন একাউন্ট কোন এড চালু করা হয় নি। এরপরেও রেস্ট্রিক্টেড।

গতকাল এক ভাইয়ের সাথে কথা হলো। তার একাউন্ট রেস্ট্রিক্টেড হয়েছে এবং তিনি ব্যাবহার করার জন্য তার বোনের এড ম্যানেজার একাউন্ট নিয়ে এসেছে । কিন্তু ঐ একাউন্টও রেস্ট্রিক্টেড।

তার বোনের পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড না থাকায় । Identity confirm এর জন্য নিজের ভোটার আইডি কার্ড জমা দিয়েছেন। পরবর্তীতে ঐ একাউন্টি আর ঠিক হয় নি।

সবচেয়ে বেশি Identity confirm চায়। কিন্তু আপনার যদি পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড না থাকে। তাহলে Identity confirm এ কি কাগজপত্র জমা দিবেন?

যখন identity Confirm করতে বলে। তখন আপনি সরকারি বা বেসরকারি কাগজ পত্র জমা দিতে পারবেন।

✅তবে সেই কাগজে আপনার নাম এবং জন্ম তারিখ ভালো ভাবে উল্লেখ করা থাকতে হবে। ভালো হয় যদি আপনার ছবিও যুক্ত থাকে।

⚠️ আপনার ফেসবুক প্রোফাইলের 🪪 ছবি,নাম, জন্ম তারিখ যেন ঐ কাগজের সাথে একই হয় বিস্তারিত নিচে দেওয়া হলো এবং সোর্স লিংক ও দেওয়া হয়েছে।

🔰কতদিনের মধ্যে ঠিক হয়ে বলতে- কোন নির্দিষ্ট টাইম নেই। এক সপ্তাহ বা একমাসও লাগতে পারে। তবে বেশিরভাগ ৭-১৫ দিনের মধ্যেই আপডেট পাওয়ার যায়

-আপনি যেই কাগজপত্র জমা দিবেন।তাতে অবশ্যই এই বিষয়গুলো থাকতে হবে:

✅আপনার নাম এবং জন্ম তারিখ।

✅আপনার নাম এবং ছবি

🔰Government IDs:-

✅Driver’s license

✅National identity card

✅Passport

✅Birth certificate

🪪Non-Government IDs:_

✅মনে রাখবেন:-আপনি যেই কাগজপত্র জমা দিবেন। তাতে অবশ্যই আপনার নাম,ছবি,জন্ম তারিখ থাকতে হবে।

✅ আপনার কাগজপত্রের নাম, ছবি এবং জন্ম তারিখ যেন আপনার ফেসবুক প্রোফাইলের সাথে একই হয়।

🔰Non-Government IDs

✅Student card

✅Library card

✅Refugee card

✅Employment verification

✅Diploma

✅Loyalty card

—- সোর্স-https://www.facebook.com/help/contact/515009838910929

– ©MdJihad

-Your Online Business 🧑‍⚕️Doctor.

🎯F-commerce and 🎯E-commerce Marketing Expert

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top