
আপনি কি জানেন ৮০/২০ রুলস কি?
অনেক দিন ধরে লিখা হয় নি। তাই আবার আজকে এই ছোট লিখা দিয়ে শুরু করলাম।
৮০/২০ রুলস টি ২/৩ ভাগে ছোট করে দিবো।
80/20 Rules-Social Media Content Planning
80/20 রুলস মুলত একটি সোসাল মিডিয়া কন্টেন্ট প্লানিং বা কৌশল। যেটা দিয়ে আপনি, ২০% ইনপুট দিয়ে ৮০% আউটপুট পাবেন।
Vilfredo Pareto হলো একজন ইতালিয়ান অর্থনীতিবিদ। তিনি ৮০/২০ রুলসের জন্য বিখ্যাত।আর এ রুলস কে Pareto Principal বলে।
যখন Pareto দেখলেন ৮০% জাতীয় সম্পদ ২০% জনগন নিয়ন্ত্রণ করে। তখন এই ঘটনাটি আরও গভীরভাবে চিন্তা করলেন।
তিনি মানুষের জীবনের অন্যান্য ক্ষেত্রেও এই একই অসামঞ্জস্যপূর্ণ সম্পর্ক দেখতে পেলেন।
২০% ইনপুট এর মাধ্যমে ৮০% রেজাল্ট আসে।
২০% কাস্টমার তৈরি করে ৮০% লাভ।
20% রাস্তার কারণে 80% দুর্ঘটনা ঘটে।
20% of product solve 80% of quality control issues.
Your 20% Customer will give you 80%.
–
আপনি এই ৮০/২০ রুলসটি আপনার বিজনেস পেজে পোস্ট করা সহ বিভিন্ন অ্যাডের কন্টেন্ট লিখার সময়েও ব্যাবহার করতে পারবেন।
মানুষ সোস্যাল মিডিয়াতে আসে মুলত- সময় কাটানোর জন্য, বন্ধুদের সাথে কথা বলতে, বিনোদন নিতে,খবর দেখতে,নিজে হাসতে, ভালো কিছু দেখার জন্য, শিক্ষনীয় কিছু দেখার জন্য,কিংবা এমন কোন তথ্য যার মাধ্যমে পার্সোনাল এবং বিজনেস ডেভেলপমেন্ট করে,এমন কিছু পাবার জন্য।
তাই আপনার অডিয়েন্সকে ভ্যালু দিতে হবে।
আমি বলবো যে আপনি আপনার অডিয়েন্সকে যতো ভ্যালু দিতে পারবেন,ততো সেল হবে।
বিজনেসে কিভাবে ৮০/২০ রুলস কাজ করে?
আপনার বিজনেসে ২০% ইনপুট বা ছোট বিষয় বাকি ৮০% সেল বা লাভ নিয়ে আসে।
আর যদি ঐ ২০% ইনপুটে বা ছোট বিষয়ে খেয়াল না দেওয়া হয়। তাহলে বাকি ৮০ লাভ বা সেল আসবে না।
কিভাবে বিজনেসে ২০% ইনপুট খুঁজে বের করবো বা ২০% ছোট বিষয় খুঁজে পাবো?
এটা নিয়ে পরবর্তী পর্বে বলবো-
আপনি কি আপনার বিজনেসের ২০% খুঁজে বের করতে চান? তাহলে কমেন্ট করুন –
বিঃদ্রঃ এগুলো সবই নিজের রিচার্স করে লিখা।তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন।
–
© Md jihad
V2 Digital Marketer
Your Online Business Doctor.
#80/20rules #mdjihad