
নতুনদের অনেকেরই প্রশ্ন থাকে যে,
১টি কার্ড কয়টি এড ম্যানেজার একাউন্টে ব্যাবহার করা যায়?
এছাড়া
কার্ড নিয়ে আমার অভিজ্ঞতা তো থাকবেই। .
আজকে ৩টি সমস্যা = সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করবো। .
কার্ড নিয়ে আমার অভিজ্ঞতা
শুরুর আগে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার। আমি ১ টি কার্ড দিয়ে একসাথে ৭ টি এড একাউন্টে ব্যাবহার করেছি। .
প্রশ্নে হলো ১টি কার্ড কয়টি এড ম্যানেজার একাউন্টে ব্যাবহার করা যায়?
এটার কোন উল্লেখিত নির্দিষ্ট লিমিট নেই। ফেসবুক যখন লিমিট করে দিবে,তখন আর অন্য একাউন্টে ব্যাবহার করতে পারবেন না।
আমি যেরকম ৭ টি এড একাউন্টে ব্যাবহার করেছি। এরকম আপনিও ৭টি এড একাউন্টে ব্যাবহার করতে পারেন বা এর আগেই ফেসবুক থেকে লিমিট করে দিবে। আমি করেছি ২০২০ সালে এখন ২০২২ । অনেকে পরিবর্তন এসেছে।
কার্ড লিমিট করে দিলে কি করবো?
কার্ড লিমিট করে দিতে পারে। যেমন আপনি ২-৪ টি এড একাউন্টে কার্ড যোগ করে ব্যাবহার করতেছেন। আপনি ৫ নাম্বার এড একাউন্টে কার্ড যোগ করতে গিয়ে দেখলেন, কার্ড লিমিট করে দিয়েছে।
এখন আপনা কার্ডের টোটাল লিমিট ৫টি এড একাউন্ট পর্যন্ত। নতুন করে আরেকটি এক একাউন্টে ব্যাবহার করতে হলে, আপনাকে পূর্বের যেকোনো একটি একাউন্ট থেকে কার্ড রিমুভ করে, এরপরে নতুন একাউন্টে যোগ করতে পারবেন।
কেননা আপনার টোটাল লিমিট ৫টি। .
আশাকরি বুঝতে পেরেছেন , না বুঝলে কমেন্ট করবেন। .
ইনশাআল্লাহ ধারাবাহিক ভাবে বিভিন্ন বিষয়ের সমস্যা= সমাধান নিয়ে প্রতিদিন পোস্ট করবো। ধন্যবাদ ভাই ।
বি দ্রঃ এগুলো সবই আমার নিজের রিসার্চ করা। তাই কোনো সাজেশন থাকলে জানাবেন ও ভুল থাকলে ধরিয়ে দিবেন ধন্যবাদ।
– Md jihad
-Your Online Business Doctor.
–F-commerce and
E-commerce Marketing Expert