আমি কি আমার পাসপোর্ট দিয়ে দুই বা তিনটা ব্যাংকের কার্ড অ্যান্ডোরসমেন্ট পারবো?

নতুন যারা এখনো কার্ড করেনি। তাদের অনেক প্রশ্ন থাকে। আমিও যখন কার্ড করি, তার আগে কত প্রশ্নের উত্তরের জন্য কতো ভাইকে মেসেজ করেছি। কেউ উত্তর দিয়েছে,আবার কেউ মেসেজই দেখে নাই। তাই আমি নতুনদেরকে হেল্প করবো। যেন তারা আমার মতো পরিস্থিতিতে না পরে।

—-

প্রশ্নের উত্তর –

জি পারবেন। আপনার পাসপোর্ট দিয়ে বছরে টোটাল ১২ হাজার ডলার লেনদেন করতে পারবেন।

.

এখন যদি চান ১ টি ব্যাংকেই ১২ হাজার ডলার অ্যান্ডারসমেন্ট করবেন। তাহলে ১ ব্যাংকেই করতে পারবেন।

.

আর যদি চান ২/৩/৪ টা ব্যাংকে করবেন। তাহলে ১২ হাজার ডলার ২/৩/৪ দিয়ে ভাগ ৬,০০০/৪,০০০,/৩,০০০ হাজার করে প্রতিটা ব্যাংকে ডলার অ্যান্ডারসমেন্ট করবেন‌।

.

📌এছাড়াও যদি কোন কোনো সাজেশন / ভুল/প্রশ্ন থাকে। কমেন্ট করুন বা আমাকে ইনবক্স করতে পারেন।

———–

– Md Jihad

-Your Online Business 🧑‍⚕️Doctor.

🎯F-commerce and 🎯E-commerce Marketing Expert

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top